হিলিতে স্কাউট সমাবেশের ৪র্থ দিনে ব্যক্তিক্রমী চ্যালেঞ্জের আয়োজন

হিলিতে স্কাউট সমাবেশের ৪র্থ দিনে ব্যক্তিক্রমী চ্যালেঞ্জের আয়োজন

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী

স্কাউটিং করি
উপজেলা স্কাউট সমাবেশে একটি ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জের আয়োজন করেন চ্যালেঞ্জ-১১ সচেতনতা মুলক সমাজ গড়ি, চ্যালেঞ্জ ডিরেক্টর মোঃ মহিদুল ইসলাম।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ৩টি স্যাব ক্যাম ভিক্তিক জনসচেতনতা মুলক ৩টি বিষয় পদ্মা সাব ক্যাম্পের মোবাইল আসক্ত থেকে নিজেকে বিরত রাখা, যমুনা সাব ক্যাম্পের মাদকের কুফল এবং মেঘনা সাব ক্যাম্পের ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা মুলক প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রত্যেক স্কাউট সদস্য একটি করে স্লোগান নিয়ে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে হিলি চারমাথা মোড়, হিলি বাজার, এলএসডি গোডাউন মোড়ে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অবস্থান করা হয়। চেলেঞ্জের স্কাউটস সদস্যরা তাদের হাতে বিভিন্ন লিফলেট ‘ মাদক ছাড় নয় তো হিলি ছাড়! মোবাইলে অশ্লীল ছবি দেখবো না, বাসাবাড়ির আশপাশে পানি জমতে দিবো না, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই!’ শ্লোগান দিয়ে সাধারণ মানুষকে সচেতন করায়।

হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে স্কাউটস সদস্য ও সাধারণ জনগণের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।

আরও উপস্থিত ছিলেন ক্যাম্প চীপ ও বাংলাদেশ স্কাউট কমিশনার আনোয়ারুল হক টুকু, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রোগ্রাম চীপ ও উপজেলা স্কাউট লিডার তারেক মাহামুদ, হাকিমপুর সরকারি কলেজের আর এস এল রহুল আমিন, নাজ সুলতানা আর এস এল হাকিমপুরসহ ২৮ টি ইউনিটের ৩ শতাধিক স্কাউট সদস্যরা উক্ত শ্লোগানের প্লে- কার্ড নিয়ে সচেতনতামুলক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *