এক আতঙ্কের নাম চাঁদাবাজ আলামিন ভোলা সদর উপজেলা

এক আতঙ্কের নাম চাঁদাবাজ আলামিন ভোলা সদর উপজেলা

মোঃ নাজিমউদ্দীন স্টাফ রিপোর্টার


১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়াডের

কবুতর আলা বেপারি বাড়ি বাসিন্দা মামলাবাজ আলামিন প্রথমে নজরুল বাদী হয়ে একটি মামলা করে মামলা নং644 তারই আপন ছোট ভাই আলামিন বাদী হয়ে একটি মামলা করেন
মামলা নং 166
তারই আরেক ভাই জাহাঙ্গীর বাদি
হয়ে একটি মামলা করেন মামলানং 613 মামলার আসামি ইব্রাহিম জানায় বাদী এবং আমরা একই বাড়ির লোক আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে একাধিকবার হামলা করে তারপর একের পর এক মামলা দিয়ে হয়রানি করতেছে
আবারো মামলা দিবে বলে হুমকি-ধামকি দিয়ে আসছে
তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *