দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়ার পাউশগাড়া দাখিল ডিগ্রী মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মাদ্রাসার অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর বাবা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে পাউশগাড়া মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, ছাত্রীকে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্যের একটি টম গঠন করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
লিখিত অভিযোগে ঐ ছাত্রীর বাবা বলেন, গত ৮ নভেম্বর মাদ্রাসার কর্মচারী আব্দুর রাজ্জাক আমার মেয়ের লজ্জা স্থানে হাত দেয়। পরে আমার মেয়ে মোবাইল ফোনে মেসেঞ্জারে বিষয়টি অধ্যক্ষের নিকট অভিযোগ করে। পরে এব্যাপারে অধ্যক্ষ কোন বিচার করেন না। কয়েক দিন পর পুনোরায় আমি নিজে বিষয়টি উপাধ্যক্ষকে জানায়। তাতেও কোন পদক্ষেপ নেননি তিনি। বিচার না পাওয়ায় শেষে আমার মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করে অধ্যক্ষের বরাবর রাজ্জাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। মেয়ের বাবা আরও বলেন, আমার ছোট মেয়ের সাথে যে আচারণ করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে উক্ত মাদ্রাসার সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য মাদ্রাসার কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে মেয়ের বাবার লিখিত অভিযোগ দিয়েছেন। তিন জনের একটি তদন্তের টিম গঠন করা হয়েছে। এক সপ্তাহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।