মীর গিয়াসউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি।।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষ্যে ভোলায় প্রাথমিকে জেলা পর্যায়ে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাবাজার ফাতেমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন। তিনি ইতোপূর্বে ২০১৭ এবং ২০১৯ ইং সালে পরপর দুইবার বরিশাল বিভাগে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
কামাল হোসেন বিগত ২০১৭ ইং সালের প্রথম দিকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন। এছাড়াও তিনি শিক্ষা, সামাজিক -সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখে চলছেন।
এদিকে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাবাজার ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যবৃন্দ। ইতোমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ মোঃ কামাল হোসেনকে এক বর্নাঢ্য সংবর্ধনা দিয়েছেন।
কামাল হোসেন জানান, তিনি বিভাগ ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য যে, তিনি বর্তমানে ভোলা সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।