মোক্ষপুর কলেজটির শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন সরকারি অংশ প্রদান এর আদেশ (MPO) চালু হয়েছে ।আমরা মোক্ষপুরবাসী অত্যন্ত আনন্দিত।

মোক্ষপুর কলেজটির শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন সরকারি অংশ প্রদান এর আদেশ (MPO) চালু হয়েছে ।আমরা মোক্ষপুরবাসী অত্যন্ত আনন্দিত।


এই কলেজটি প্রতিষ্ঠা করেন আমাদের শ্রদ্ধেয় মোক্ষপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল আউয়াল স্যার এর সুযোগ্য সন্তান হাফেজ আহমেদ নোমান। তিনি সময় শ্রম ও অর্থ দিয়ে নিরলস পরিশ্রম করে কলেজটি প্রতিষ্ঠা করেন। এবং অত্র এলাকাবাসীও যে যতটুকু পেরেছেন বাঁশ ,কাঠ, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের মোক্ষপুর উচ্চ বিদ্যালয় এর তৎকালীন শিক্ষক মতিন স্যার, আউয়াল স্যার, শাহাবউদ্দিন স্যার, শামছুল হক স্যার, হোসেন স্যার, প্রয়াত কাশেম স্যার সহ সকল সম্মানিত শিক্ষকমণ্ডলী কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। কলেজ প্রতিষ্ঠাকালীন সময় যারা ছাত্র ছাত্রী দিছেন তাদের অবদান কে ছোট করে দেখার সুযোগ নেই।
কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক শিক্ষক কর্মচারীবৃন্দ সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন।গত দুই দশক ধরে বিনা বেতনে এই সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন। মোক্ষপুরবাসী তাদের এই ত্যাগ কে আজীবন কৃতজ্ঞতাসহ স্মরণ রাখবে ।
মোক্ষপুর কলেজটির একটি চারতলা সুন্দর ভবন রয়েছে। এই ভবনটির পিছনের কারিগর আমাদের ত্রিশালের সাবেক সাংসদ রেজা আলী সাহেব। আমরা মোক্ষপুরবাসী তাঁকে কৃতজ্ঞতাসহ স্মরণ রাখবে। এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কে এমন একটি সুন্দর ভবন করে দেয়ার জন্য।
প্রতিষ্ঠার দীর্ঘ বিশ বছর পর MPO চালু করায় আমি আবারো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে।
ধন্যবাদ জানাই বর্তমান মাননীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী সাহেব কে।
কলেজটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কলেজটি আপন ভূমিকায় শিক্ষার আলো ছড়িয়ে ছাত্র ছাত্রীদের কে একবিংশ শতাব্দীর চ্যালেন্জ গ্রহণ করার যুগোপযোগী করে গড়ে তুলবে ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *