টঙ্গীতে যুবদল নেতা টুটুল ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে ২ জন আহত, থানায় অভিযোগ কাউন্সিলর কতৃক ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

টঙ্গীতে যুবদল নেতা টুটুল ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে ২ জন আহত, থানায় অভিযোগ কাউন্সিলর কতৃক ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

দৈনিক সত্যের খোঁজে আমরা

বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ডে গত ১৮ ই জানুয়ারী ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ টুটুল ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে ২ জন গুরুতর আহত, আহতরা হলেন গাড়ির মালিক মোঃ হুমায়ূন কবির ও হেলপার হাসান। ভূক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনের নাম দিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, বাদীর গাড়ী লোড করার সময় বিবাদীর ৮ বছরের ছেলে গাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় হেলপার ছেলেটি সাবধান করে গাড়ীর কাছে না যাওয়ার জন্য। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী টুটুল ও তার সন্ত্রাসী বাহিনী বাদীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। সরে জমিনে এলাকায় গিয়ে জানা যায় ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু জোর চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি যুবদল নেতাকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের কাউন্সিলর কেন এতো চেষ্টা করছে এটা আমরা বুঝতে পারছি? এ বিষয়ে বিবাদী যুবদল নেতার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করায় আমি তাদেরকে কয়েকটি চর থাপ্পড় মেরেছি, তখন আমার মাথা ঠিক ছিল না। শুনেছি তারা থানায় অভিযোগ করেছে এবং পুলিশ এসে তদন্ত করে গেছে। আমাদের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু দায়িত্ব নিয়েছে এস্তেমার পর সামাজিক ভাবে বসে বিষয়টির সমাধান করবেন। কাউন্সিলর আমার আত্নীয় লাগে। এ বিষয়ে ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরুর মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *