“বোরহানউদ্দিনে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ “
বিশেষ প্রতিনিধিঃ- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন ভোলা – চরফ্যাশন সড়কের রাস্তার উত্তর পার্শে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা অনুসন্ধানে সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। ঘটনাস্থলের আশ পাশের সাধারন জনগণের সাথে গণমাধ্যম কর্মীদের কে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান যে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সবুজ নামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচয়দান কারী এক নেতার কারখানা নির্মাণের জন্য কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে উক্ত সরকারি খাল দখল ও ভরাট করে রাস্তা নির্মান করেন।এ বিষয়ে সবুজের সাথে যোগাযোগের চেষ্টা করিলে তাহার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিস্তারিত আসছে নিউজে…….