চরফ্যাশন ও মনপুরা বাসির গোলাপ ফুল। মরহুমঅধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম স্যারের সাথে

চরফ্যাশন ও মনপুরা বাসির গোলাপ ফুল। মরহুম
অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম স্যারের সাথে

চরফ্যাশন ও মনপুরা বাসির গোলাপ ফুল। মরহুম
অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম স্যারের সাথে আমার বাবা ছিলেন এবং স্যারের মৃত্যুর পরেও জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ্ আল ইসলাম জ্যাকব ভাইয়ের সাথেই ছিলেন।
প্রিয় লিডার আমরা ও আমরন আপনার সাথেই থাকব।
ইনশাআল্লাহ্

শত সহস্র প্রতিবন্ধকতা প্রতিকূলতা ঘাত প্রতিঘাত উপেক্ষা করেও আপনার সাথেই আমার মরহুম বাবা ডাক্তার আবদুর রব পন্ডিত,, সাবেক বৃহত্তর চর মানিকা ও পরবর্তী ১১ নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি, তার জীবনের শেষ সময়টুকু ও ছিলেন। কোন স্বার্থ অর্থ বিত্ত লোভ লালসা জেল জুলুম অবিচার কোন কিছুতেই আপনার থেকে একচুলও আলাদা করতে পারেনি।
ষড়যন্ত্র কারীরা বারবার শতবার চেষ্টা করেছে,, সম্ভব হয়নি। কারন নীতি এবং আদর্শের সাথে বেঈমানী করার শিক্ষা আমার মরহুম বাবা ডাক্তার আবদুর রব পন্ডিত গ্রহন করেনি। আর আমরা ও করিনি কারন এটাই আমাদের রাজনৈতিক ও পারিবারিক শিক্ষা।।

লিডার আপনার ও আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *