দৈনিক সত্যের খোঁজে আমরা রুবেল
দোকানের সিমেন্ট আনতে তারই ট্রলি নিয়ে বটতলা বাজারে কার্গো- ট্রলারে যাওয়ার পথে বটতলা ব্রিজের পূর্ব পাশে ১৮ জন শ্রমিক নিয়ে উল্টে পড়ে।
আশংকাজনক অবস্হায় অনেককেই ঢাকা, বরিশাল পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অধিকাংশই আমাদের খাসের হাট বাজার এরিয়ার।
ইতিমধ্যেই আমাদের খাসের হাট বাজারের সিরাজের ছেলে ফকরুল বরিশালে মারা যায়।
জানিনা মহান আল্লা বাকীদের ভাগ্যে কি রেখেছেন।
আমাদের খাসের হাটের রাইছ মিলের মিস্ত্রি ছালেম সহ ওরা ই তিন ভাই আহত। ছালেমের পা ভেঙ্গে চুরমার। ওকে সাত টার লঞ্চে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠাচ্ছি।
সবাই দোয়া করবেন।