টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন সহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। গাজীপুর মেট্রোপলিটন

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন সহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। গাজীপুর মেট্রোপলিটন

দৈনিক সত্যের খোঁজে আমরা


বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধ

পুলিশ কমিশনার জনাম মোল্যা নজরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম(বার)মহোদয়ের নির্দেশে, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) এর তত্বাবধানে এবং টংগী পশ্চিম থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এসআই-মোঃ মনির হোসেন, এসআই-সজল, এসআই- উৎপল সঙ্গীয় ফোর্স ও
“টংগী পশ্চিম থানা কর্তৃক পুলিশ লাইন্সের ফোর্সের সহযোগিতায় মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ০২ লক্ষ ৫০ হাজার টাকা) এবং হেরোইন বিক্রির নগদ ১৯,০০০/-(উনিশ হাজার) টাকা সহ ০২ জন আসামীদের গ্রেফতার”
উল্লেখ্য যে অভিযান পরিচালনা কালে ওয়ারেন্টের ০৩ (তিন)জন আসামিদের কে গ্রেফতার করা হয়েছে।অদ্য ০৭/০২/২০২৩ খ্রিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টংগী পশ্চিম থানার মাজাবস্তি এলাকায় অভিযান পরিচালনাকালে আসামী ১। ফরিদা @ ফজলী (৩৯), পিতা-আঃ খালেক, স্বামী-হাবিবুর রহমান, স্থায়ী গ্রাম-মাটিকাটা, উপজেলা/থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোছাঃ রহিমা বেগম (৫০), স্বামী-মৃত নাসির উদ্দিন, স্থায়ী গ্রাম-উত্তর আরিচপুর, মাজারবস্তি, উপজেলা/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত ২৫ গ্রাম নেশা জাতীয় হেরোইন সদৃশ্য মাদক, মূূল্য অনুমান ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং হেরোইন বিক্রির নগদ ১৯,০০০/-(উনিশ হাজার) টাকা সহ আটক করা হয়। ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে ৩ নং আসামী রবিউল ইসলাম বাবু (৩০), পিতা-মোঃ ইমান আলী, গ্রাম-হাজী মাজার বস্তির, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরকে দিয়া হেরোইন বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ০৫, তাং ০৭/০২/২০২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়েছে। ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে ৩ নং আসামী রবিউল ইসলাম বাবু (৩০), পিতা-মোঃ ইমান আলী, গ্রাম-হাজী মাজার বস্তির, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরকে দিয়া হেরোইন বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ০৫, তাং ০৭/০২/২০২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়েছে।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি সহ সকল অপরাধ দমনে অভিযান চলছে এবং সহ সময় অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *