মানুষ কতটা নিন্ম হলে এই কাজ করতে পারে!মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা

মানুষ কতটা নিন্ম হলে এই কাজ করতে পারে!
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা

দৈনিক সত্যের খোঁজে আমরা

ইউনিয়নের নাগড়া মুন্সিপাড়ায় অবস্থিত”বাইতুল মামুর তাহফিজুল কুরআন” মাদ্রাসা।

৯ ঘটিকার সময় মাদ্রাসার সভাপতি প্রফেসর ডাক্তার মোঃ আবু সাঈদের নিজস্ব জমিতে খেলাধুলা করেতেছিলো মাদ্রাসার ছাত্ররা।পাশেই অবস্থিত এ্যাডভোকেট নরুল ইসলামের জমি বাঁশের কুঞ্চি দিয়ে ঘেরা।সেই ঘেরা জায়গায় বল চলে গেলে মাদ্রাসার এক ছাত্র বেড়া ফাঁকা করে বল নিয়ে আসে।
সেই খবর পেয়ে এ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া রাগে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে ১৫ জন ছাত্র কে বেধড়ক পিটুনি দিয়ে আহত করেন।

এই বিষয়ে এ্যাডভোকেট নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান মাদ্রাসার ছাত্ররা উশৃংখল এজন্য তাদের শাসন করা হয়েছে
রিপোর্ট

মোঃ আরিফ হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *