তুরাগে ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি রুবেলকে মারধর ও হত্যার চেষ্টা : থানায় অভিযোগ

তুরাগে ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি রুবেলকে মারধর ও হত্যার চেষ্টা : থানায় অভিযোগ

দৈনিক সত্যের খোঁজে আমরা

বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানাধীন ৫৩ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মোঃ রুবেলকে ৫ ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় তার দলীয় কাজ শেষ করে বাসায় ফেরার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এ বিষয় আহত রুবেল তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ রুবেল, পিতা- আঃ জব্বার, সাং- দিয়াবাড়ী, থানা- তুরাগ, ডিএমপি, ঢাকা। দলীয় কাজ শেষে বাসায় ফেরার সময় বিআরটিএ’র পিছনে পৌঁছা মাত্রই একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে।অভিযোগে উল্লেখিত বিবাদী আসাদ (৪৫), পিতা- মৃত সাব মিয়া, ২। মোঃ নাসির (৪০), পিতা- লেহাজ, ৩। মোঃ সুমন (৩৫), পিতা- জজ মিয়া, সর্বসাং- দিয়াবাড়ী, সর্বথানা- তুরাগ, ঢাকা সহ অজ্ঞাতনামা ১৪-১৫ জন। কোন কারণ ছাড়া রুবেলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারধর করিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে রুবেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযোগে উল্লেখিত বিবাদীরা রুবেলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রুবেল বাদী হয়ে তুরাগ থানায় ৩ জনের নাম উল্লেখ সহ ১৪/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিবাদীগণ উল্টো রুবেলের বিরুদ্ধে তুরাগ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে মামলা করার পায়তারা চালাচ্ছে। এলাকাবাসী আরও জানাই একটি কু-চক্রী মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপ-চেষ্টা করছে। রুবেলকে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে এই চক্রটি ঘৃণ্য ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। রুবেলের ছোট ভাই রতন ও পাপ্পুকেও অপবাদ দেওয়া সহ তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং শ্রমিক লীগের রাজনীতি থেকে রুবেলকে দূরে সরানোর লক্ষ্যে এই হত্যার চেষ্টা হতে পারে বলে সকলের ধারণা। এ বিষয়ে তুরাগ থানার ওসি(তদন্ত) এর সাথে মুঠোফোনে কথা হলে, তিনি বলেন উভয় পক্ষ অভিযোগ দিয়েছে এক পক্ষে মামলা হয়েছে, অন্য পক্ষের অভিযোগের তদন্ত চলছে । অভিযোগের সত্যতা পেলে এটাও মামলা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *