টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  পুরস্কার বিতরণঃ

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  পুরস্কার বিতরণঃ

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হলো শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোমবার বিকেলে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দত্তপাড়া দিঘির পার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, জিসিসি’র ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকার ৮ টি ব্লক নিয়ে গঠিত হওয়া ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। এর মধ্যে ফাইনালে উঠেছিল ২ নং ব্লক একাদশ এবং ৪ নং ব্লক একাদশ। ফাইনালে ০৩/০৪ গোলে জয় লাভ করে ২ নং ব্লক যুবলীগের সভাপতি মুলহাস মৃধার নেতৃত্বাধীন ২ নং ব্লক একাদশ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা চলাকালীন সময় পুরো মাঠে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের সভাপতিত্বে ও ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজীর সঞ্চালনায় আয়োজিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম পির উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান (পি পি এম), অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দহ্মিন) হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মেহেদী হাসান দিপু, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক কাজল, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পি, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু প্রমুখ।এসময় আরোও উপস্তিতি ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা আকতার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী হায়দার খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *