তরিকায়ে মাউজভান্ডারীয়ার অন্যতম প্রচারক মাউজভান্ডারী তরিকার তৃতীয় মহাপুরুষ

তরিকায়ে মাউজভান্ডারীয়ার অন্যতম প্রচারক মাউজভান্ডারী তরিকার তৃতীয় মহাপুরুষ

আওলাদে রাসুল (দঃ) আওলাদে গাউসুল আযম (ক:) হুজুরে গাউছে জামান মাইজভান্ডারী শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভান্ডারী (ক:) কেবলা কাবা’র মহান ৭ই ফাল্গুন পবিত্র খোশরোজ শরিফ গত ২০শে ফেব্রুয়ারি, ২০২৩ইং সোমবার লাখো ভক্ত-আশেকানের উপস্থিতিতে মহাসমারোহে সফলভাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া হাবিবীয়া কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র রওজা গোসল শরিফ, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত, জিকিরে ছেমা মাহফিল, আওলাদে রাসূল (দ:) এর উপস্থিতিতে বিশেষ ওয়াজ মাহফিল ও আলোচনা সভা, ইত‍্যাদি।

এবার ১০৩ বছরের সকল রেকর্ড ভেঙ্গে সর্ব কালের সেরা রেকর্ড গড়ল মাইজভান্ডার শরীফের সূফীসম্রাট সৈয়দ শফিউল বশর আল মাইজভান্ডারী বাবাজান কেবলার (ক:) ১০৪তম পবিত্র খোশরোজ শরীফ মহান ৭ই ফাল্গুন। মাইজভান্ডার দরবার শরীফ এর জিয়ারতগাহ থেকে শুরু করে দরবার শরিফের ভিতরের রাস্তা আর শাহী ময়দানে আশেকানের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মাইজভান্ডার দরবার শরীফের আশে পাশের এলাকা, রাস্তা, নাজিরহাট মেইনরোড পযর্ন্ত আশেক মাশুকের প্রেমের মেলা জনসমুদ্রে পরিনত হয়েছিল। লক্ষ, লক্ষ আশেক, ভক্ত-মুরীদানদের আগমনে এ যেন এক অন্যরকম রুহানি পরিবেশের সৃষ্টি হয়েছে৷ আল্লাহু আল্লাহু জিকিরে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *