দৈনিক সত্যের খোঁজে আমরা
উপজেলায়‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ০২.০৩.২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইউএনও আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিঞা, সমাজ সেবা কর্মকতা মনিরুজ্জামান ও বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম। সভায় নির্বাচন কর্মকর্তা জানান, ভোটার দিবস উপলক্ষে নুতন ভোটার, স্থানান্তর, সংশোধনীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
০২,০৩,২৩