ছবি ইমেইলেবাউফলে গণ কবরের উদ্বোধন

ছবি ইমেইলে
বাউফলে গণ কবরের উদ্বোধন

প্রতিনিধি বাউফল
পটুয়াখালীর বাউফলে রওজাতুল উম্মাহ মুসলিম কবরস্থানের উদ্বোধন উপলক্ষে কোরআন খতম তসবিহ পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার বিলবিলাস গ্রামে আ: রশিদ মৃধা পরিবারের ওয়ারিশগনের উদ্যোগে কবরস্থান চত্বরে এর আয়োজন করা হয়। কে ওয়াইএম কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুদ্দিন দেলোয়ারী। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো: শহিদুল ইসলাম, মুহাম্মদ সোহেল মাহমুদ, প্রভাষক অহিদুজ্জামান সুপন, মো: মোশায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাজাহান ও হালিম মুন্সি প্রমূখ। গণ কবর উন্নয়নে সার্বিক সহযোগীতা করেন মো. জাাহিদুল ইসলাম মুন্না। রওজাতুল উম্মাহ কবরস্থান কর্তৃপক্ষ জানান, ১০ শতক জমিতে কবরস্থান নির্ধারন করা হয়েছে। পৌর শহরের পার্শ্ববর্তী স্থান হওয়ায় অনেক অসচ্ছল ও ভূমিহীন পরিবার তাদের স্বজনদের কবরস্থ করতে পারেনা। তাদের কথা ভেবেই এই গণ কবরের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

মু. অহিদুজ্জামান সুপন
০১৭১৭১৫৮৫০৬
১৭-০৩-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *