ভোলায় সড়ক দুর্ঘটনার নামে যেন ধারাবাহিক হত্যাকাণ্ড চলছে। একটির রেশ কাটতে না কাটতেই আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সড়কে এই মৃত্যুর মিছিল ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা ও তদারকির অভাবে দুর্ঘটনা এখন অনেকটা মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী বন্ধ করার জন্যই আজকের এই আন্দোলন।
ভোলার আঞ্চলিক মহাসড়ক জনগনের জন্য উন্নয়ন নাকি মৃত্যু ফাদ প্রশ্ন জনগণের।
আর কত প্রাণ গেলে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে?
আজ মা তার মেয়েকে কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে শ্বাস নিতে পারছেন না! দু’টো কলেজ ছাত্রী তাদের তাজা জীবন বিসর্জন দিতে হয়েছে এই রাস্তার কারণে।
আমার বোন মরলো কেন এর কঠিন জবাব দিতে হবে।