আনোয়ার পঞ্চায়েত মিলন,চরফ্যাশন থেকে।। ভোলার চরফ্যাসনে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চরফ্যাসন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)। একইসাথে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে চরফ্যাসন স্টেডিয়াম মাঠে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমপি জ্যাকব বলেন, ‘১৩ বছরে চরফ্যাসন ও মনপুরায় আমি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। বাকি ছিল একটি স্টেডিয়াম নির্মাণ করা। আজ অতিথিদের নিয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের গ্যালারি, প্যাভিলিয়ন ও ফ্লাড লাইটসহ শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগম। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন প্রমূখ সহ খেলায় অংশগ্রহণকারী ১৬ টি দলের খেলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রথম পর্বে মাদ্রাজ ইউনিয়নের সাথে জয় লাভ করে ওচমান গঞ্জ ইউনিয়ন।