কহিনুর দুমকি (পটুয়াখালী)স্টাফ রিপোর্টা।।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, আশ্রয়ণ প্রকল্পে যারা থাকেন তারা প্রধানমন্ত্রীর মেহমান। তাদেরকে অবহেলার চোখে দেখার সুযোগ নেই।
২০.০৩.২৩ইং তারিখ রোজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সকল উপস্থিত গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে উপজেলা হল রুমে এ প্রেস ব্রিফিংকালে তিনি জানান, আগামী (২১ মার্চ) মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দুমকিতে উপকারভোগীদের মাঝে ৪২৩ টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করার কথা রয়েছে।
কহিনুর বেগম
দুমকি, পটুয়াখালী স্টাফ রিপোর্টার ।।
২০/০৩/২০২৩