সাংবাদিকতা কোর্স কি এবং সাংবাদিকতা প্রশিক্ষণ নেয়ার উপায়।

সাংবাদিকতা কোর্স কি এবং সাংবাদিকতা প্রশিক্ষণ নেয়ার উপায়।

কলমে মোঃ আঃ রহিম জয়
সাংবাদিক মানবাধিকার কর্মী

যারা সাংবাদিক হতে চায় তাদের সাংবাদিকতা কোর্স করটা জরুরি। ফ্রি সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স থেকে শুরু করে সাংবাদিকতা শেখার বইও রয়েছে। এছাড়া, বর্তমানে অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণ করার সুযোগও রয়েছে।

বর্তমান সময়ে তরুণ তরুণীদের অন্যতম জনপ্রিয় একটা পেশা সাংবাদিকতা। সাংবাদিকতা পেশাকে ট্রেন্ডও বলা চলে। সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসাবে পছন্দ করলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সঠিক গাইডলাইন আর তথ্যের অভাবে অনেকে এটিকে পেশা হিসাবে গ্রহণ করতে ব্যর্থ

আজ আপনাদের সাথে সেই সাংবাদিকতার খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সাথে এটিও জানাতে চেষ্টা করবো ভবিষ্যতে এই পেশার চাহিদা কেমন থাকবে। ইংরেজি ভাষায় সাংবাদিকতার জন্য দ্রুত ইংরেজি শেখার সহজ উপায় এই লেখাটি পড়ে নিতে পারেন।

সাংবাদিকতা কি

একজন সাংবাদিককে সাধারণত জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় প্রেস বা টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য সবরকমের গবেষণা এবং সংবাদ সংগ্রহ করে পাঠকের জন্য সংবাদ তুলে ধরে। এটি অন্যতম একটি চ্যালেঞ্জিং পেশা। প্রতিটা পদে পদে রয়েছে যার বিপদের আশংকা।

সাংবাদিক হিসাবে কি ধরণের প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকেন:

সরকারি এবং বেসরকারি টিভি চ্যানেল।
সংবাদপত্র।
অনলাইন সংবাদপত্র বা টিভি চ্যানেল।
ওয়েবসাইট।
আন্তর্জাতিক সংবাদপত্র টিভি চ্যানেল।

সাংবাদিকরা কি ধরণের কাজ করে থাকে

সংবাদ সংস্থা, ফটোগ্রাফার এবং সম্পাদকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা।
বিভিন্ন পরিস্থিতিতে খেলোয়াড় বা ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া।
প্রেস অফিসার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলা।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে জনগণের সামনে তা তুলে ধরা।
সমাজের বিভিন্ন অসংগতি সরকারের সামনে তুলে ধরা যাতে করে সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং জনগণের সামনে তুলে ধরা যাতে করে।
জনগণও সচেতন হতে পারে।
বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করার চেষ্টা করা।
নতুন সাংবাদিক নিয়োগ করা এবং তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া।

সাংবাদিকতা কোর্স করার যোগ্যতা

সাধারণত একজন সাংবাদিককে ন্যূনতা স্নাতক পাস বা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়। এক্ষেত্রে জার্নালিজম বা সাংবাদিকতা ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেয়ে থাকে। তবে বিষয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্যই এই পেশা মুক্ত। চাইলে যে কেউ এই পেশায় যুক্ত হতে পারবে। তবে একজন সাংবাদিকের নিম্নলিখিত দক্ষতা থাকা প্রয়োজন।
সব ধরণের মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে। সবার কথা শুনার মানসিকতা থাকতে হবে।
সংখ্যাসূচক তথ্য বা পরিসংখ্যান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।
সমস্যা সমাধানের দক্ষতা থাকা জরুরি এই পেশায়।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
সৃজনশীল এবং প্রচুর উদ্ভাবনী ক্ষমতা থাকা প্রয়োজন।
চাপ এবং ঝুঁকির মধ্যেও কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।

সাংবাদিকতা কোর্স

সাংবাদিকতা কোর্স বর্তমানে ২ ভাবে করা যায়। যথা:

অফলাইন তথা প্রতিষ্ঠানের মাধ্যমে।
অনলাইনে।

১. প্রতিষ্ঠান ভিত্তিক সাংবাদিকতা প্রশিক্ষণ
সাধারণত সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার উপর পড়াশোনা করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও বাংলাদেশে যেসব জায়গায় সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে সেগুলো হলো:

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট

তবে মজার বিষয় হলও এইগুলো সব রাজধানী ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাহিরে বাংলাদেশে আর কোথাও এমন কোন প্রতিষ্ঠান পাওয়া যাবে না এই সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। তারা ৪ সপ্তাহ ব্যাপী সহ বিভিন্ন সময় ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ভর্তির নোটিশ নিচের লিংক থেকে জানতে পারবেন।

ঠিকানা: জাতীয় গণ মাধ্যম ইনষ্টিটিউট ১২৫/এ, দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, মিরপুর, ঢাকা-১২১৬।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (PIB)

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে এর পর থেকে এটি বাংলাদেশের সাংবাদিকতার প্রশিক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর মাধ্যমে সাংবাদিক গন তাদের পেশাগত দক্ষতা বাড়ায়। সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের বাইরেও রয়েছে এর অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম।

বাংলাদেশে যেসব জেলায় বা উপজেলায় যেসব প্রেসক্লাব রয়েছে সেইসব প্রেসক্লাবের সকল সদস্য-গন বা সভাপতি খুব সহজেই সাংবাদিকতার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। সেজন্য ক্লাবের প্যাডে (PIB) বরাবর সরাসরি আবেদন জানাতে হয়।

সেই আবেদনের যোগ্যতার উপর ভিত্তিকরে পরবর্তীতে (PIB) তাদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে সেই জেলায় অথবা উপজেলায় গিয়ে। আপনি যদি প্রেসক্লাবের সদস্য না হন তবুও আপনি (PIB) এর প্রশিক্ষণ পেতে পারেন। এজন্য আপনাকে (PIB) এর নিকট আবেদন করতে হবে। সেক্ষেত্রে (PIB) আপনাকে একটি ফর্ম পূরণ করতে বলবে। সেই ফর্ম পূরণ করলে তারা পরবর্তীতে আপনার যোগ্যতার উপর ভিত্তিকরে আপনাকে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর এক্সেস ইনফরমেশন প্রোগ্রামের অধীনে (PIB) এই প্রোগ্রামটি হাতে নিয়েছে। দেশে বিদেশে যে কেউ সাংবাদিক অথবা সাংবাদিকতা বিষয়ে আগ্রহী এই প্রোগ্রামে আবেদন করতে পারবে। এই প্রোগ্রামের অধীনে মূলত ৪ টি কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারেন।

অনলাইন সার্টিফিকেট অন বেসিক জার্নালিজম।
অনলাইন সার্টিফিকেট অন টেলিভিশন জার্নালিজম।
অনলাইন সার্টিফিকেট অন ইনভেস্টিকেটিভ জার্নালিজম।
অনলাইন সার্টিফিকেট অন ডেভেলপমেন্ট জার্নালিজম।

অনলাইন সার্টিফিকেট অন টেলিভিশন জার্নালিজম।

আপনি যদি অলরেডি টেলিভিশনে করে থাকেন অথবা ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে তাহলে এইটা আপনার জন্য। এইটা খুবই যুগ উপযোগী করে গড়ে তুলা হয়েছে বর্তমান৷ সময়ের সাথে তাল মিলিয়ে। টেলিভিশন সাংবাদিকতার একাডেমিক যে বিষয়গুলো আছে ক্যামেরা, লাইটিং, ফটো কম্পোজিশন, আপনি কারো ইন্টার্ভিউ কিভাবে নিবেন এই সমস্ত বিষয়গুলো এখানে খুব সুন্দর করে শিখানো হয়ে থাকে

অনলাইন সার্টিফিকেট কোর্স অন ইনভেস্টিগেটিভ জার্নালিজম

এই কোর্সটি অনেক এডভান্স লেভেলের একটা কোর্স। যারা অলরেডি অনেকদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছে অথবা এই পেশার সাথে সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন এই কোর্সটি তাদের জন্য। অনুসন্ধানী সাংবাদিকতার জ্ঞান এবং চর্চা বৃদ্ধি এবং সবার মধ্যে এই অনুসন্ধানী সাংবাদিকতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কোর্সটি চালু করা হয়েছে।

একটি দেশের উন্নয়নকে তরান্বিত করতে এবং উন্নয়নকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সরকার এই কোর্সটি চালু করেছেন। দেশের উন্নয়ন কিভাবে করা যায় কিভাবে জনগণের মধ্যে আরও উন্নয়ন পৌঁছে দেওয়া যাবে সেজন্য এই কোর্সটি চালু করা।

সাংবাদিকদের মাসিক আয়

প্রতিষ্ঠান ভেদে একজন সাংবাদিকের মাসিক আয়ের ভিন্নতা হতে পারে। প্রাথমিক অবস্থায় একজন সাংবাদিকের মাসিক আয় ১৫ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত হতে পারে। তবে অবিজ্ঞতা এবং কোন প্রতিষ্ঠানে কাজ করছে তার উপর ভিত্তি করে আয় আরও বাড়বে। ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়।

ক্যারিয়ার হিসাবে কেমন হতে পারে এই পেশা

প্রাথমিক অবস্থায় মাঠ পর্যায়ে ক্যারিয়ার শুরু করলেও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পরবর্তীতে হেড অফ নিউজ, নিউজ এডিটর এমনকি প্রধান নির্বাহী হিসাবেও নিজের ক্যারিয়ার সাজাতে পারবেন।

পরিশেষে
এই ছিল আজকে সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে কিছু দিক নির্দেশনা। আশা করি এই লেখাটি সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে কিছুটা হলেও ধারণা দিতে সক্ষম হয়েছে। সাংবাদিকতা নিয়ে আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে তাহলে, কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *