শেফালী মহোদয়ের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পাটগুদাম উচ্চ বিদ্যালয় মাঠে , অত্র স্কুলের ছোট ছোট কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ যেই ভাষন বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত। তাদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী। এ সময় উপস্থিত ছিলেন পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাক্তার সামসুন নাহার পারভীন -সভাপতি মনমনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ, সহ-সভাপতি শামসুন্নাহার বকুল, সহ-সভাপতি আবেদা সুলতানা মিতা, সহ-সভাপতি আরতি গুপ্তা সহ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা । আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রচারে
রোকসানা আক্তার
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা ।