বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে আজ ২২ মার্চ সকাল ১১ ঘটিকায় আনসার ভিডিপির কার্যালয়ে অবসরপ্রাপ্ত ৪ ভিডিপি ইউনিয়ন(২)দলনেতা ও (২) দলনেত্রী সদস্যকে বিদায় ও নতুন ৪ সদস্যদের বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রধান জনাব মৌসুমী আক্তারের সভাপতিত্বে ও সহকারী সুকেদা বেগমের পরিচালনায় অবসর জনিত ভিডিপির ৪ সদস্য হলেন ১০ নং বওলা ইউনিয়ন দলনেতা জনাব আব্দুল মালেক সরকার ও দলনেত্রী মোছাঃ নুরুন্নাহার বেগম ৯ নং বালিয়া ইউনিয়নের মৃত বশির উদ্দিন তালুকদার , ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের দলনেত্রী হালিমা খাতুন এবং ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের কুতুবউদ্দিন সাহেব কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এবং নবীণ ৪ ভিডিপির সদস্য ১০ নং বওলা ইউনিয়নের, রবিউল হক বাবু, ৯ নং বালিয়ার রিপন মিয়া, ৫ নং ফুলপুর ইউনিয়নের শফিকুল ইসলাম, ৪ নং সিংহেশ্বরের লিমন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী প্রমুখ।