পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ সাহায্যের হাত ফাউন্ডেশন কর্তৃক।গাজীপুর ঘনবসতিপূর্ণ বউ বাজার সংলগ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ সাহায্যের হাত ফাউন্ডেশন কর্তৃক।
গাজীপুর ঘনবসতিপূর্ণ বউ বাজার সংলগ্ন

সাহায্যের হাত ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০ জন হতদরিদ্র অসহায় ,গরিব ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রবিবার দুপুর ২ টা থেকে বিকেল পর্যন্ত এই বিতরণের কর্মসূচি অংশগ্রহণ করেন সাহায্যের হাত ফাউন্ডেশন এর
সভাপতি: বি.এম.সোহেল রানা আরিফ এর সভাপতিত্বে
সেলিম দেওয়ানের সঞ্চালনায় রবিউল ইসলাম রবিন এর পরিচালনায়
উক্ত সাহায্যের হাত ফাউন্ডেশন কর্তৃক ৫০ জন পরিবারের মাঝে চাল তিন কেজি ,আলু তিন কেজি, পেঁয়াজ তিন কেজি,এক কেজি সয়াবিন তৈল,মুড়ি এক কেজি, লবণ ১ কেজি, চিনি, ডাল ,ছোলা হাফ কেজি মোট ১৪ কেজি পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি
বি.এম.সোহেল রানা আরিফ জানান,গত চার বছর আগে থেকে আমাদের এই সংগঠন শুরু হয়েছে।আমাদের সংগঠনের ভালো কাজের অনুপ্রেরণায় আমাদের আশপাশে প্রায় তিন থেকে চারটি নতুন সংগঠন হয়েছে, এতে করে মাদকমুক্ত যুব সমাজ গঠন হবে, যুবকদেরকে সামাজিক কাজে আগ্রহ করে তোলা হয় এবং যুব সমাজ দ্বারা রাষ্ট্রের জন্য ভালো কাজের অংশীদারি হওয়া।
সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ যদি একটু আমাদের সংগঠনের দিকে সুনজর দিলে এই সংগঠন রাষ্ট্রের একটি স্বনামধন্য সংগঠন হিসেবে মানুষের পাশে আরো বড় বড় কাজ করে মানুষের পাশে থাকতে পারবে।এখন বর্তমানে এই সংগঠন সাহায্যের হাত ফাউন্ডেশন সারা মাসব্যাপী তাদের সংগঠনের সদস্যদের স্বেচ্ছায় মাসিক চাঁদার সমন্বয়ে গরিবদের মাঝে এ সমস্ত বিভিন্ন অনুদান বিতরণ করা হয় বিভিন্ন সময়ে।
উক্ত ত্রাণ বিতরণে অংশগ্রহণে ভূমিকা পালন করেন, হাফিজুল ইসলাম খোকন ,মোঃ আবু হানিফ,হুমায়ুন কবির, মোঃ তুহিন,সোলেমান পাঠান ,আব্দুর রহমান সানি, মোঃ শাহ আলম, মোঃ আসলাম, মোঃ রুবেল খান, মোহাম্মদ হেলাল খান ,মোহাম্মদ ফরহাদ হোসেন পলাশ ,মোহাম্মদ দেলোয়ার ,জহিরুল ইসলাম, রুবেল মিয়া ,সেলিম বেপারী, মোঃ আলী শেখ, মোঃ মামুন হোসেন, মিলন সরকার, রাসেল মিয়া, টিটু, জাফর খান ,শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ,হানিফ হাওলাদার ,আবু সিদ্দিক,বি.এম.আকরাম ,মোহাম্মদ শামসুদ্দিন হাসান, মোঃ ভাসানী ,শাহরিয়ার আহমেদ, শায়লা আক্তার, বিউটি আক্তার,মোঃ আলম,শেখ আরিফ, নূর মোহাম্মদ,সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *