টঙ্গীর মোস্তফা কামাল হুমায়ুন হিমু পেলেন কলকাতার শিক্ষাবন্ধু সম্মাননা।

টঙ্গীর মোস্তফা কামাল হুমায়ুন হিমু পেলেন কলকাতার শিক্ষাবন্ধু সম্মাননা।

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারতের কলকাতার শিশির মঞ্চে অনাড়ম্ভর অনুষ্ঠানে আলো ট্রাস্টের আন্তর্জাতিক শিক্ষাবন্ধু সম্মাননা-২০২৩ তুলে দেন ভারতের পদ্মশ্রী রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব নিরঞ্জন গোস্বামী ও আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃঞ্চ।
গত ২৩ মার্চ ২০২৩ ইং কলকাতায় শিশির মঞ্চ, রবীন্দ্র সনদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আরও সম্মাননা পেয়েছেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, অভিনেত্রী দেবিকা মুখার্জী, অভিনেতা ভাস্বর চট্টোপ্যাধ্যায়, অভিনেতা অনিন্দ ব্যানার্জী, পরমাণু বিজ্ঞানী বিধান কুমার ভৌমিক, সমাজকর্মী পম্পা ব্যানার্জী, শিল্পী দেব চৌধুরী, কলকাতা পুলিশের সাবেক কমিশনার ডিআইজি কঙ্কর প্রসাদ বাড়ুই, বাংলাদেশের সাংবাদিক আইয়ুব রানা, টঙ্গীর জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমু, সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস, আসামের সাংবাদিক সন্তোষ চন্দ্র, লেখক মানিক ফকির, পুরোলিয়ার সাংস্কৃতিজন দেবরাজ মাহাতো প্রমুখ। সম্মাননা প্রাপ্ত মোস্তফা কামাল হুমায়ুন হিমু কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বড় কিছু নয়, কিন্তু কৃতজ্ঞতা অসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *