খুলনা জেলা প্রতিনিধি //
খুলনা জেলা এর রুপসা উপজেলায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মোঃ হানিফ শেখ (২৩) নামে এক ভ্যান চালককে পিটিয়ে আহত করেছে সমিল মালিক মোঃ হারেজ শেখ।
গত সোমবার ১০ এপ্রিল ২০২৩ এর বিকাল ৫টার দিকে রূপসা উপজেলার ৩ নং নৈহাটী ইউনিয়নের কিসমত খুলনা এলাকায় মেসার্স হারেজ সমিলের সামনে ভ্যান চালক পৌঁছালে তাকে সমিল মালিক হারেজ শেখ ও তার সমিলের কর্মচারী লাঠি দিয়ে বেদম মারপিট করে আহত করেন।
তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট রুপাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভূক্তভোগির মামা ওহিদুর রহমান শেখ বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, গত কাল সোমবার ১০ এপ্রিল বিকাল ৫টার দিকে শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন শেখের ছেলে ভ্যান চালক মোঃ হানিফ শেখ তার নিজস্ব ভ্যান চালিয়ে নৈহাটী এলাকা থেকে রূপসা ঘাটের উদ্দেশ্যে রওনা হন।
ভ্যান চালক কিসমত খুলনা এলাকায় হারেজের সমিলের সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে নেহালপুর গ্রামের বাসিন্দা সমিল মালিক হারেজ ভ্যানের গতি রোধ করে ভ্যান চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এক পর্দায় ভ্যান চালক প্রতিবাদ করলে সমিল মালিক হারেজ ও তার এক কর্মচারী কাঠের বাতা দিয়ে ভ্যান চালক হানিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।
এ সময় তার পকেটে থাকা আড়াই হাজার টাকা নিয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলা হয়।
স্থানীয় এলাকাবাসী তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মারামারির সংবাদ পেয়ে সন্ধ্যায় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আশাবুর রহমান সমিল মালিক হারেজ শেখের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় আহত ভ্যান চালকের মামা ওহিদুর রহমান শেখ বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেন। তবে ভূক্তভোগি পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে এখন।