বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমাণ প্রতিনিধি
।
রবিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক সমিতির কতৃপক্ষ বলেন ” সন্ত্রাস” চাঁদবাজ’ ষড়যন্ত্রকারীরা মিথ্যা মামলা দিয়ে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তায় অবস্থিত কাঁচাবাজারে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাজার উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান কান্না বিজড়িত কন্ঠে বলেন ” আইনুগত নিয়ম ও সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাজারটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসী একটি গোষ্ঠী ” বাজার ও বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে। যে কোন মূহুর্তে ত্রাসসৃষ্টিকারী ওই বাহিনী কতৃক বাজার কমিটির লোকজনও ব্যবসায়ীরা জান- মালের ক্ষয়কতির সম্মুখীন হতে পারে। তাই পরিশেষে বাজার উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই মানববন্ধন ” ও সংবাদ সম্মেলন করেন কাঁচাবাজার আড়ৎদার মালিক গ্রুপের নেতৃবৃন্দরা।