ঝিনাইগাতী পিদিম ফাউন্ডেশনের অভিজ্ঞতা বিনিময় সফর।

ঝিনাইগাতী পিদিম ফাউন্ডেশনের অভিজ্ঞতা বিনিময় সফর।

আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ


পিদিম ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত PKSF এর সহযোগিতায় RMTP: High Value Fruits & Crops প্রকল্পের আওতায় আজ বুধবার সকালে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জার্মপ্লাজম সেন্টার অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজন করা হয়। এ সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মোক্তার হোসেন, উদ‍্যানতত্ত্ব বিভাগ ও পরিচালক, জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এ সময় স‍্যার জার্মপ্লাজম সেন্টারের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও সবকিছু ঘুরে ঘুরে দেখান এবং উপস্থিত কৃষি উদ‍্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিদিম ফাউন্ডেশনের এরিয়া ম‍্যানেজার মোঃ শরিফুল ইসলাম, আরএমটিপি প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলী, এফএপিও শফিকুল ইসলাম, এভিসিএফ আব্দুর রকিব, মোঃ রুবেল ও মাজহারুল ইসলাম এবং লিড খামারি ও নার্সারি মালিকসহ ২৫ জন কৃষি উদ‍্যোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *