সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ভাই আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন) গতকাল রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী।তিনি বাংলা নিউজ এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন এর বকশিগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ সদর হাসপাতালে পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসারত অবস্থায় দুপুর ০২.৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতন । এলাকাবাসীর দাবি অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আল্লাহ যেন ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন- আমিন। গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।