বাউফলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার!!

বাউফলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার!!

   পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ি সোহরাব সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলালিংক টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাব বাউফল থানায় মাদকসহ ১১টি মামলার এজাহারভুক্ত আসামী।
    পুলিশ সূত্রে জানা গেছে, ৯টি মামলার এজাহার ভুক্ত আসামী সোহরাব। একটি মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী। বহুদিন যাবৎ পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (দতন্ত) মিজানুর রহমনের নেতৃত্বে ১০জনের একটি টিম রাত সারে ১১টার দিকে অভিযান চালায়। পরে পৌর সভার ৬নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকার একটি ডোবা থেকে থাকে পৌনে ১২টার দিকে তাকে  গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০টিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় মাদক আইনে ওই দিন আরও একটি মামলা হয়। এনিয়ে সে মোট ১১টি মামলার আসামী। 

পিতা-মৃত আক্কেল আলী সিকদার, সাং- পৌরসভা ৬ নং ওয়ার্ড,থানা- বাউফল, জেলা পটুয়াখালীকে পৌরসভার ৬ নং ওয়াডের বাংলালিংক টাওয়ার এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, এসআই ফিরোজ আল মামুন, এসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা টেবলেট সহ আটক করে। তার বিরুদ্ধে ১০টিরও বেশী মাদক মামলা রয়েছে। সাজা পরোয়ানাসহ একাধিক পরোয়ানা রয়েছে।২৫.০৬.২৩ইং তারিখ রোজ রবিবার সকালে তাকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নিমুর্লে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

কহিনুর বেগম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
২৫.০৬.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *