কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ রুবেল সিকদার(২৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত রুবেল সিকদার উপজেলার লেবুখালি ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের ৫নং ওয়ার্ডের হাবিব সিকদারের ছেলে ও লেবুখালি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
সূত্র জানায়,২৫.০৬.২৩ইং তারিখ রোজ রবিবার সকাল ১০টার দিকে প্রতিদিনকার মত ডিবিএল কোম্পানিতে কাজের জন্য বের হয়ে লেবুখালি পায়রা সেতুর উত্তর পাড়ের ঢালে নিজের চালিত বাই সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, যেহেতু মৃত্যুর কারন আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি এবং অভিভাবকদের কোন অভিযোগ পাওয়া যায়নি তাই নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কহিনুর বেগম
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
২৫.০৬.২৩