যারা জীবন বীমাকে , এনজিও, এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং মনে করেন তাদের শিক্ষা এবং জ্ঞানের অভাব রয়েছে।

যারা জীবন বীমাকে , এনজিও, এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং মনে করেন তাদের শিক্ষা এবং জ্ঞানের অভাব রয়েছে।

ব্যাংক ও বীমা দুটি আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের একে অপরের পরিপূরক।
ব্যাংক ঋনের ব্যাবসা করে বীমা ঝুকি বহন করে।

আমাদের সমাজের অধিকাংশ মানুষ মূর্খ্যের মতো না জেনে বুঝে মন্তব্য করে যা মোটেও কাম্য নয়।

সকল সেক্টরেই দূর্নীতি আছে আবার ভালো সেবাও আছে এজন্য যে একটি সেক্টরের সকল প্রতিষ্ঠান খারাপ এমনটা নয়।
এটি কোনো ব্যাক্তি মালীকানা বীমা প্রতিষ্ঠান না এটি বাংলাদেশ বীমা প্রতিষ্ঠান অতএব জেনে বুঝে মন্তব্য করিয়েন।

আর যারা বলে যে বীমা ভালোনা তাদেরকে বলতেছি আপনার দৃষ্টিভঙ্গিতে যদি খারাপ দেখেন তবে আপনার মানসিক অবস্থা খারাপ সবকিছুই খারাপ দেখবেন।

আপনার যদি আলো দেখতে সমস্যা হয় তবে আপনি কালো চশমা পরুন কারন সবাই আপনার মতো কালো দেখতে চায় না আলো দেখতে চায়।

দেশের সুরক্ষায় বাংলাদেশ জনগনের সুরক্ষায়,,। সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড থাকবো আপনাদের পাশে ছায়া হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *