ভারত থেকে আসছে বিপুল পরিমাণ কাঁচা মরিচ, প্রভাব পড়েনি বাজারে

ভারত থেকে আসছে বিপুল পরিমাণ কাঁচা মরিচ, প্রভাব পড়েনি বাজারে

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন বন্ধ থাকার পর ভারত থেকে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। তবুও প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরের খুচরা কাঁচাবাজারে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সাড়ে ১২টা পর্যন্ত ভারতীয় ৬টি ট্রাকে প্রায় ৫৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। তবে আমদানিকৃত কাঁচা মরিচ হিলির খুচরা বাজারে না আসার কারণে কমেনি দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশিকুল আলম বলেন, কাঁচামরিচের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গতকাল ছিল ২৩০ টাকা কেজি আজকে ৩০০ টাকা কেজি। এক দিনের ব্যবধানে কীভাবে এই পণ্যটির দাম এতো বৃদ্ধি পাচ্ছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচাবাজারের মোকামে দেশি মরিচের দাম বেড়েই চলেছে। আমরা গতকালকে ২২০ টাকা পাইকারি কিনে ২৩০ টাকা কেজি দরে বিক্রি করেছি। বৃহস্পতিবার ২৯০ টাকা পাইকারি কিনে ৩০০ টাকা দরে বিক্রি করছি। তবে ভারতীয় কাঁচা মরিচ আমদানিকারকরা স্থানীয়ভাবে বিক্রি করছে না। যার ফলে হিলির বাজারে দাম কমছে না। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল বুধবার এবং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারতীয় ১০টি ট্রাকে ৮৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *