হিলিতে পাথর বোঝাই ভারতীয় ট্রাক থেকে ফেন্সিডিল জব্দ

হিলিতে পাথর বোঝাই ভারতীয় ট্রাক থেকে ফেন্সিডিল জব্দ

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে পাথর বোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে হিলি কাস্টমস।

১২ জুলাই, বুধবার বিকেলে হিলি পানামা পোর্ট অভ্যন্তের পাথরের পয়েন্টে ডব্লিউ বি ৫৯ এ ২৩৭১ নাম্বারের ভারতীয় একটি ট্রাক থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

হিলি কাস্টমস এর ডেপুটি কমিশনার মো. বায়োজিদ হোসেন জানান, ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক পোর্টে প্রবেশ করে। পাথর বোঝাই ট্রাকটি পোর্টের ভিতরে পাথরের পয়েন্টে অবস্থান নেয়। বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশী চালানো হয়। এসময় ট্রাকটির কেবিনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এঘটনায় ভারতের দক্ষিণ দিনাজপুরের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে ও ট্রাক ড্রাইভার শাকিল মণ্ডলকে কাস্টমস হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল বিচারের মাধ্যমে ড্রাইভারের জরিমানা করে জব্দকৃত ফেন্সিডিলগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মজুত রাখা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *