ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩৯ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম ১৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার সময় ছাতক থানাধীন নোয়ারাই বাজার টু বালিউড়া বাজারগামী সড়কে অভিযান চালিয়ে মোঃ শাওন (২৩) নামের ওই যুবককে আটক করে।
এ সময় তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৩৯ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে জব্দ করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।