সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাবাজার মেট্রো -১৩৪ভূমি রেজিস্ট্রিার অফিস সংলগ্ন,অগ্রণী ব্যাংক ফ্লোর, বাংলাবাজার,দৌলতখান, ভোলা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাবাজার মেট্রো -১৩৪ভূমি রেজিস্ট্রিার অফিস সংলগ্ন,অগ্রণী ব্যাংক ফ্লোর, বাংলাবাজার,দৌলতখান, ভোলা।

মৃত্যু দাবি বীমা অংকের মূল টাকা ৮৪,০০০.০০/-
৫ দিনের মধ্যে গ্রাহকের কমেন্সমেন্ট ও আমানত বুঝিয়ে দেয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
গ্রাহকের নামঃ জহুরা বেগম
বয়সঃ ৪৩ বছর
পিতাঃ আঃ গনি মুন্সি
মাতাঃ মোর্শেদা বেগম
নমিনির নামঃ লিজা বেগম
বয়সঃ ২২ বছর
ফোনঃ ০১৭৪৯৫৫০১৮৪
ঠিকানাঃ বাংলাবাজার,বাঘমারা ব্রিজ সংলগ্ন, গ্রাম- দক্ষিণ বালিয়া,পোস্ট- দক্ষিণ দিঘলদী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা।
১০০০ টাকা মাসিক প্রিমিয়াম, ৭টি প্রিমিয়াম দিয়ে গ্রাহক আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামী ২০/০৭/২০২৩ রোজ বৃহস্পতিবার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাবাজার ব্রাঞ্চ অফিসে আনুষ্ঠানিকতার মাধ্যমে গ্রাহকের মৃত্যু দাবি পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
মৃত্যু দাবি নথিপত্র নিম্নে দেওয়া হলঃ

বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান ব্যাংক ও বীমা

  • ব্যাংকগুলো সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
  • বীমাগুলো কিছু এজেন্টদের কারণে গ্রাহকরা বিভিন্ন ভাবে প্রতারিত হয়েছে।

বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বীমা সেক্টরকে উন্নত করার লক্ষ্যে গ্রাহকের কমেন্সমেন্ট ও আমানত সঠিক সময়ে বুঝিয়ে দেওয়া সহ গ্রাহক সেবা সু-নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বীমা কোম্পানি গুলোকে সতর্ক করে বলেছেন প্রত্যেকটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি “সোনালী লাইফ” ইন্স্যুরেন্স কোম্পানির মত ডিজিটাল আওতায় আসতে হবে। গ্রাহক নিজেই প্রিমিয়াম জমা দিবে,ফোন নাম্বারে জমা নিশ্চিত ম্যাসেজ পাবে, অনলাইনে জমা রশিদ পাবে,বীমার সকল তথ্য দেখতে পাবে,ফোন কল পাবে,গ্রাহক সার্ভিস সেন্টারের নাম্বার পাবে, ইত্যাদি বীমা তথ্য অনলাইনে দেখতে পাবে।

*সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর অঙ্গীকার গ্রাহকের কমেন্সমেন্ট ও আমানত বুঝিয়ে দেওয়া।
“”””””””””””সোনালী জীবন সুখের জীবন””””‘””””””

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট
মোঃ মিজানুর রহমান
যোগাযোগঃ ০১৭৪৯৪৪৯৬২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *