বাউফলে দিনে দুপুরে ডাকাতি!! পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন

বাউফলে দিনে দুপুরে ডাকাতি!! পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।

এলাকায় চলছে দিনে দুপুরে ফ্লাটের তালা ভেঙে চুরি ও ডাকাতি। বাউফল পৌরশহর, কালিশুরী বাজারের পর ২১.০৭.২৩ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ২টার দিকে ১নং কাছিপাড়া ইউনিয়নে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সার্ভেয়ারের তিনতলা ভবনের দুটি ফ্লাটে তালা ভেঙ্গে ডাকাতি সংগঠিত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় ঐ ফ্লাট দুটিতে সহকারী শিক্ষিকা মাহমুদা বেগম ও শিলা আক্তার বসবাস করতেন। ঘটনার দিন তারা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যায়। এই সুযোগে ডাকাতদল তাদের ফ্লাটের তালা ভেঙে ভিতরে ডুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে চম্পট দেয়। দুই পরিবারের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।
স্থানীয়দের ধারণা এই ঘটনার সাথে এলাকার লোকজন জড়িত থাকতে পারে।
এলকাবাসীসহ সচেতন মহলের আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এই ঘটনার পর কাছিপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *