ফয়জুল্লাহ স্বাধীন :ভোলায় নিয়োগ প্রাপ্ত নবাগত পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান (বিপিএম) এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকবৃন্দ।
আজ রবিবার(২৩ জুলাই) ভোলা পুলিশ সুপার কার্যালয় জেলায় দায়িত্বে থাকা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল, জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার মাহিদুজ্জামান সাংবাদিকদের ঐক্য থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় মোঃ মাকসুদুর রহমান (সম্পাদক,ভোলার বাণী),মোঃ হারুনুর রশিদ (জেলা প্রতিনিধি,চ্যানেল আই),এম.এন আলম (স্টাফ রিপোর্টার,এশিয়ান টেলিভিশন),এইচএম নাহিদ (জেলা প্রতিনিধি,দৈনিক ভোরের কাগজ),মোঃ শিমুল চৌধুরী (রিপোর্টার,দৈনিক ভোলার বাণী),
মোঃ রুবেল আহমেদ(জেলা প্রতিনিধি,আনন্দ টেলিভিশন)
,মোঃ জামিল হোসেন( রিপোর্টার, দৈনিক ভোলার বাণী),মোঃ ইয়ামিন হাওলাদার(স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলার বাণী) সহ অনেকে উপস্থিত ছিলেন।