দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও বরিশাল বিএমএসএফ’র সদস্য এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দপ্তর সম্পাদক এ আর শুভকে সন্ত্রাসী হামলা করে কুপিয়ে আহত করেছে। সংবাদ প্রকাশের জের ধরে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করা হয়েছে বলে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ২টার দিকে পত্রিকা অফিসের কাজ সেরে শুভ বাসায় ফিরছিলেন। রুপাতলী এসে পৌঁছুুলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি করেছে বিএমএসএফ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগঠণের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়।
(সংবাদ বিজ্ঞপ্তি)