দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
অনুপ্রবেশ, মাদক পাচারসহ সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা করতে বিএসএফের আমন্ত্রণে ভারতে গেল বিজিবির ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগারের (পিএসসিজি)
নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতের গেছে। এ সময় বিজিবির প্রতিনিধি দলকে সংবর্ধনা জানান ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের কমান্ডার কমল ভোগাত।
ওই বৈঠকে আর উপস্থিত থাকবেন বিজিবির নওগাঁ পত্নীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর ভূঁইয়া, ২৯ বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমডি আহসানুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেবেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেবেন ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার পুনাল রায় সরমা।