শহীদুল ইসলাম টিটু
নিজস্ব প্রতিবেদনঃ
‘ঢাকার প্রবেশ মুখে অবস্থান’ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতা-কর্মীরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ। বেলা বারোটায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংকের পেছন দিয়ে মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শাখাওয়াৎ হোসেন খানের নেতৃত্বে একটি দল মহাসড়কে ওঠার চেষ্টা করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ তাদের ধাওয়া করে। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ বিএনপি কর্মীদের লক্ষ করে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এসময় মহানগর বিএনপি’র আহ্বায়ক শাখাওয়াৎ হোসেন খান, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ার প্রধান, যুবদল নেতা সাগর প্রধানসহ চারজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়। পুলিশের রাবার বুলেটে ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপি’র সদস্য সচীব আবু আল ইউসুফ খান টিপু।
মহানগর বিএনপি’র সদস্য সচীব আবু আল ইউসুফ খান টিপু জানান, পুলিশের টিয়ার শেল নিক্ষেপে তিনিসহ তাদের শতাধিক নেতা-কর্মী আহত হন। আহতাবস্থায় মহানগর বিএনপি’র আহ্বায়কসহ চার নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
অন্যদিকে কাঁচপুরে কিছু সংখ্যক আওয়ামীলীগের নেতা-কর্মীদের দেখা গেলেও এখানে বিএনপি’র কাউকে দেখা যায়নি। যদিও বিএনপি’র ঘোষিত অবস্থানের পয়েন্টের মধ্যে কাঁচপুর একটি।
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম দুইটি মহাসড়কেই যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই কম ছিলো। ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল কম ছিলো। এসব সড়ক মহাসড়কের প্রতিটি পয়েন্টেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।