দৌলতখান পশ্চিম জয়নগর ২ নং ওয়ার্ডের মোঃ
কাঞ্চনের ছেলে প্রবাসী ইকবাল অভিযোগ করে বলেন, তার স্ত্রী সকিনা আক্তার সাথী পিতাঃ জাকির ঠিকানাঃ উত্তর দিঘলদী ৫ নং ওয়ার্ড এক সন্তানের মা পরকীয়া প্রেমের টানে তাঁর বাসা থেকে বাপের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানকে নিয়ে এবং ৭ লাখ টাকা,ও ৪ বরি স্বর্ণ মোবাইল ফোন যাবতীয় মালামাল নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে যান। প্রবাসী ইকবাল বলেন ওই ছেলের সাথে বিয়ের ৪ বছর আগে থেকে সম্পর্ক এটা প্রবাসী ইকবাল জানত না বিয়ের পর তাদের বাচ্চা হওয়ার পর সে জানতে পারে, সে জানার পর, সকিনা আক্তার সাথীর বাবা মাকে জানান জানানোর পর তারা বিষয়টি এরিয়ে চলেন, পরে এলাকায় মেম্বার চেয়ারম্যানে বসলে ওই ছেলেকে সাবধান করে দেওয়া হয়, তার পরও তারা গোপনে সম্পর্ক রাখেন।