পাগলাগারদের ডাক্তার এক পাগলেরকাছে গিয়ে বলল-

পাগলাগারদের ডাক্তার এক পাগলেরকাছে গিয়ে বলল-


আপনার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে। কোনটা আগে শুনতে চান?

পাগল ফিচ করে হেসে: সুসংবাদটাই আগে বলেন।

ডাক্তার: সুসংবাদটা হলো, আপনি আজ যে দুঃসাহসিক কাজ করেছেন, হাসপাতালের পুকুরে ডুবন্ত আরেক পাগলকে যেভাবে ঝাপিয়ে পড়ে উদ্ধার করেছেন, তাতে আমরা নিশ্চিত আপনি আর পাগল নন। আপনি সুস্থ হয়ে গেছেন। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন।

পাগল: আর দুঃসংবাদটা কি?

ডাক্তারঃ দুঃসংবাদটা হচ্ছে, আপনি যে পাগলকে পানি থেকে উদ্ধার করেছিলেন, সে পরবর্তিতে আ/ত্ম/হ/ত্যা করেছে! পুকুরের পাশের আমগাছের সাথে গলায় দ’ড়ি দিয়ে।

পাগল আবারো ফিক করে হেসেঃ আরে না! ও তো নিজে গলায় দঁড়ি দেয় নাই। পুকুর থেকে উঠানোর পর দেখলাম ব্যাটা ভিজা পুরা চুপচুপা হইয়া রইছে, তাই আমিই ওরে আম গাছের লগে লটকাইয়া শুকাইতে দিছিলাম”
ডাক্তার বেহুশ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *