ছাতকে ষোলশ সুফলভোগী খামারিদের মধ্যে হাসঁ মুরগী ছাগল খাদ্য ঘর ও অষুধ বিতরণ।

ছাতকে ষোলশ সুফলভোগী খামারিদের মধ্যে হাসঁ মুরগী ছাগল খাদ্য ঘর ও অষুধ বিতরণ।

সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197

দৈনিক সত্যের খোঁজে আমরা

ছাতক প্রতিনিধি


সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১৬ শ সুফলভোগী খামারিদের মধ্যে হাসঁ মুরগী ছাগল খাদ্য ঘর ও অষুধ বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ছাতক সরকারি কলেজ মাঠে হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ শ সুফলভোগী খামারিদের মধ্যে হাসঁ মুরগী ছাগল খাদ্য ও ঘর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সূফী আলম সোহেল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, সুপার অক্স বিজয়ী ফয়সাল আহমদ। প্রতিজন খামারিকে ১৫ টি হাসঁ ১৫ টি মুরগী ও ২ টি করে ছাগল বিতরণ করাহয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, উপজেলা প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য,এফ এ আই দ্বিজেন্দ্র চক্রবর্তী,ভি এফ এ অমিতাভ সরকার, শাহরিয়ার হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম খালেদ, ফজল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সদস্য এইচ এম শাওন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, কাজী আনোয়ার মিয়া আনু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল, ইসলাম পুর ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী ও অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দপ্তরের এলএল এফ ইমান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *