ছাতকে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

ছাতকে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম দিন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। ৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম,এ এস পি সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাইনুল জাকির, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, যুব সংগঠক হাবিবুর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, প্রমূখ।শেখ কামালের জন্ম দিন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপন কর্মসূচী ও দুপুরে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *