মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে ল্যাপটপ ও মোবাইল দিয়ে বাজি/জুয়া খেলার সময় ০১ জন জুয়ারীকে গ্রেফতার করা হয় । টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এসআই- মোঃ সুমন খান এলাকায় কিলোঃ ৭ ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করে বিভিন্ন গ্রাহকদের প্রলোভন দেখিয়ে বাজি/জুয়া খেলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিচ্ছে একটি চক্র। উক্ত সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ইং-০৬/০৮/২০২৩ তারিখ রাত্রী ২১:০৫ ঘটিকায় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে পৌছে কৌশলে ০১জন আসামীকে আটক করে। আটক করে আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামী পরস্পর যোগসাজশে নিজেদের ব্যবহৃত জব্দকৃত বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ওয়েব সাইটে এক ধরণের PBU (Per bet unit) এর ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে অর্থ লেনদেন, ইন্টারনেটে জালিয়াতি, প্রতারণা ও পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই-ট্রানজেকশন করায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২২(২)/২৩(২)/২৪(২)/৩০(২)/৩৫ ধারায় টঙ্গী পূর্ব থানার মামলা নং-২১, তারিখ-০৭/০৮/২০২৩ খ্রিঃ রুজু করা হয়েছে। আটককৃত আসামী মোঃ শাহীন আলম (২৫), পিতা-মোঃ ইয়ার হোসেন, মাতা-ময়না খাতুন, স্থায়ী: গ্রাম-এরশাদ নগর, ০৬ নং ব্লক, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন, আমার অত থানা এরশাদ নগর এলাকায় অনলাইনে জুয়া খেলার সংবাদের ভিত্তিতে একজনকে আটক করা হয়,এর সঙ্গে জড়িত দেরকেও আটক করার চেষ্টা চলছে। আমার থানা এলাকায় চুরি ডাকাতি ছিনতাই কিশোর গ্যাং মাদক কারবারিসহ যেকোনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত আছে এবং থাকবে।