দৈনিক সত্যের খোঁজে আমরা
ভোলার দৌলতখানে ১০ মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে ফেলে পালিয়েছে স্বামী ।
সূত্রে মতে, গত বছর (২০২২ সালের) এপ্রিল মাসের ১৪ তারিখে দৌলতখান উপজেলার, চরখলিফা ৬ নং ওয়ার্ডে দিদারউল্লাহ গ্রামের আ জব্বারের মেয়ে আয়শা (১৯) কে বিয়ে করেন নয়া নগর, দক্ষিণ রোড, ২০ ভাটারা, পোস্ট -গুলশান মডেল টাউন, ১২১২ বাড্ডা, ঢাকা ঠিকানার ছেলে শামীম ( ২৫)।
আয়েশার ভাষ্যমতে, বিয়ের পর বৈবাহিক সূত্রে স্বামীর উক্ত ঠিকানায় ১০ মাস সংসার করেন তারা। তবে বিয়ের পরপরই নানাভাবে যৌতুকের জন্য শামিম তার স্ত্রীকে চাপ দিতে থাকে।
দৌলতখানে শ্বশুড় বাড়িতে আসা-যাওয়ার এক পর্যায়ে গত ১৬ জুন, ২০২৩ তারিখ সন্ধ্যায় স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে ঘর থেকে পালিয়ে যায় শামীম।
মেয়ের বাবা জব্বার বলেন, মেয়ে এখন আমার বাসায়। মেয়েকে খোরপোষ দেওয়ার মতো সামর্থ আমার নেই। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন। বাদী সুফল পাবেন বলে আশা ব্যক্ত করেন মামলার উকিল।