খানসামায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেপ্তার

খানসামায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেপ্তার

দিনাজপুর জেলা প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের খানসামার আংগারপাড়া ইউনিয়নে বুধবার আদিবাসী গ্রামের বুড়ি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে তার মামা শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম বুধু ঋষি। তিনি বীরগঞ্জ উপজেলার পাঁচপীরের ভাবকী গ্রামের বাসিন্দা।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বুধু ঋষিকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়ি মন্দিরে কালী প্রতিমা, মাসান কালী প্রতিমা, বুড়ি প্রতিমা ও বসন্ত প্রতিমা সংরক্ষিত রয়েছে। আমরা প্রতিনিয়ত সন্ধ্যায় পূজা করি। ঘটনার সময় বুধু ঋষি মন্দিরে প্রবেশ করে মন্দিরের ভেতরে থাকা মাসান কালী প্রতিমার ডান হাতের তিনটি আঙুল ভেঙে ফেলে। তাকে আটকের চেষ্টা করলে তখন সে পালিয়ে যায়। মন্দিরের ভেতরে মূর্তি ভাঙা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মন্দির কমিটি পুলিশকে জানায়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *