ফৈলজানা রোডের নিউজ । সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জি. লিয়াকত

ফৈলজানা রোডের নিউজ । সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জি. লিয়াকত


পাবনা জেলা প্রতিনিধঃ মোঃ আঃ ছোবহান

দৈনিক সত্যের খোঁজে আমরা

আলীর পরামর্শ মোতাবেক, আজকে নির্মাধীন রোডের সাইপাই দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইঞ্জি. লিয়াকত আলী দীর্ঘসময় নিয়ে পুরো বিষয়টি দেখেন এবং সেখানে উপস্থিত চাটমোহর উপজেলা প্রকৌশল দপ্তরের ওয়ার্ক এসিস্ট্যান্ট জমাদিউলকে মানসম্মত কাজ নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রতিনিধিকে গতদিনের কাজগুলো দেখানোর পর উনি নিজেদের ভুল স্বীকার করেন। এক ট্রাক বাজে ইট এসেছিলো বলে দুঃখ প্রকাশ করেন। আগামীতে আর কোনো বাজে ইট আসবে না বলে প্রতিশ্রুতি দেন উনারা। এমনকি কাজের বিষয়ে কোনো প্রশ্ন এলে সরাসরি উনাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর প্রদান করেন।

কাজে কোনো প্রকার অনিয়ম হলে এলাকাবাসী কাজ করতে দিবে না বলে উনাদের জানানো হয়েছে।

কাজে কোন অনিয়ম দেখলে, সরাসরি যোগাযোগ করার জন্য বলা হল।
ফোনঃ 09611446495

ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *