টানা ২ ঘন্টা নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে আকরাম নামে এক যুবককে হত্যা।

টানা ২ ঘন্টা নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে আকরাম নামে এক যুবককে হত্যা।

কুষ্টিয়া প্রতিনিধি—

চোরের আপবাদে ভেড়ামারার জুনিয়াদহে,
গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মমভাবে পিটিয়ে ও
নির্যাতন করে আকরাম নামে এক যুবককে হত্যা। ১৬ আগস্ট বুধবার
গত ১০ই আগষ্ট বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ায় চুরির আপবাদে আকরাম হোসেনকে দুপুরে বাসা থেকে রুটি খাওয়া অবস্থায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মম ভাবে পিটিয়ে ও নির্যাতনে হত্যা করে একই এলাকার কয়েকজন সংঘবদ্ধ বিপথগামী হত্যাকারী।

এব্যাপারে নিহত আকরামের পিতা লালন বাদী হয়ে
ভেড়ামারা থানায় এযাহার দাখিল করেন।
মামলা নং-৬, তারিখ ১২/০৮, ধারা ৩০২/৩৪,

আসমীরা হলেন, ১। লিখন মীর ২। তানজিল খন্দকার,
৩। হাসিবুর রহমান খন্দকার ৪। সজল ও ৫। রোকন।

পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকেই আসামীরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

হত্যার শিকার আকরামের বাবা লালন বলেন,
আমার তাজা ছেলেকে ওরা প্রভাবশালী হওয়াই চোখের সামনে ক্ষমতার দাপটে অমানবিক নির্যাতন করে মেরে ফেললো আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায়। ছেলের শোকে আকরামের মা ক্যামেরার সামনে
কথা বলতে পারেননি।

এই নিষ্ঠুর ঘটনায় ছোট্ট ছোট্ট ২ শিশু কন্যা হারিয়েছেন বাবাকে, স্ত্রী হয়েছেন বিধবা আর মা-বাবা হারিয়েছেন প্রিয় সন্তানকে।

এলাকাবাসী জড়িতদের দৃষ্ট্যান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *