দিনাজপুরে হিলিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরে হিলিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবোর্ধনা দিয়েছে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ। সকাল ১১টায় কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর টি আই সরকারের সভাপতিত্বে হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার দিয়ে তাদের সংবোর্ধনা দেয়া হয়।

এসময় বক্তারা শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহবান জানান। সেই সাথে উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে যে কোন ধরনের সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠানে হিলির কৃতি সন্তান অব:বিগ্রেডিয়ার মাসুদ আলী খান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, কলেজের প্রতিষ্ঠাতা ও স্টান্ডান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়াসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *